ঝালকাঠির সুগন্ধা নদীতে পুড়ে যাওয়া এমভি অভিযান-১০ লঞ্চের ফিটনেস ঠিক থাকলেও ইঞ্জিনের ত্রুটি পাওয়া গেছে বলে জানিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়ের তদন্ত দল।
শনিবার (২৫ ডিসেম্বর) ঘটনাস্থল পরিদর্শন করে লঞ্চটিতে প্রাথমিক ত্রুটি খুঁজে পেয়েছেন সাত সদস্যের তদন্ত দল। তদন্ত দলের আহ্বায়ক যুগ্ম সচিব মো. তোফায়েল ইসলাম গণমাধ্যমকে বলেন, এমভি অভিযান-১০ লঞ্চের ইঞ্জিনে কিছু ত্রুটি পেয়েছি। এখন কমিটির অন্য সদস্যদের নিয়ে মিলিয়ে দেখছি বিআইডব্লিউটিএর সংশ্লিষ্ট সূত্র জানায়, লঞ্চটিতে প্রথম শ্রেণির মাস্টার থাকলেও দু’জন মাস্টার ছিলেন দ্বিতীয় শ্রেণির।
শেষ খবর পাওয়া পর্যন্ত বরগুনা ও ঝালকাঠির জেলা প্রশাসন মোট ৬৮ জন নিখোঁজ থাকার কথা জানিয়েছে। নিখোঁজদের মধ্যে ঝালকাঠির একান্ন জন ও বরগুনায় সতেরো জন।
বরগুনা জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান জানান, তারা ৩৭ জনের মরদেহ বুঝে পেয়েছেন। এর মধ্যে ১০ জনের পরিচয় পাওয়া গেলেও ডিএনএ নমুনা রেখে বাকি দেহগুলো গণকবর দেওয়া হচ্ছে। শনাক্ত হওয়া মরদেহগুলো স্বজনদের বুঝিয়ে দেওয়া হয়েছে। ইতোমধ্যে তাদের দাফন হয়েছে। নিখোঁজদের স্বজনরা সুগন্ধা নদীতে ট্রলার নিয়ে খোঁজ করছেন।