শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০৭:১৩ পূর্বাহ্ন

বাঘায় জামানত হারিয়েছে যে দুই চেয়ারম্যান প্রার্থী
বাঘা (রাজশাহী) থেকে মোস্তাফিজুর রহমান / ২৫২ Time View
Update : শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩

চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাজশাহীর বাঘায় জামানত হারিয়েছেন চেয়ারম্যান পদে অংশ নেওয়া দুই প্রার্থী।

গত (২৬ ডিসেম্বর) এই অনুষ্ঠিত হয় । জামানত হারানো চেয়ারম্যান প্রার্থীরা হলেন- আড়ানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী ওয়ার্কার্স পার্টির নেতা এনামুল হক (হাতুড়ি) প্রতিক ও বিএনপির স্বতন্ত্র প্রার্থী মাহাতাব আলী (মোটরসাইকেল) প্রতিক।

এদের মধ্যে ওয়ার্কার্স পার্টির নেতা এনামুল হক (হাতুড়ি) প্রতিকে ৯৭ ভোট পেয়েছেন । আর বিএনপির মাহাতাব আলী (মোটরসাইকেল) প্রতিকে ১৪২ ভোট পেয়েছেন ।

বাংলদেশ নির্বাচন কমিশনের বিধি মোতাবেক তাঁরা প্রদত্ত ভোটের ৮ভাগের ১ভাগ ভোট না পাওয়ায় জামানত হারিয়েছেন এই দুই প্রার্থী । আড়ানী ইউনিয়নে আওয়ামী লীগের নৌকার প্রার্থী রফিকুল ইসলাম রফিক (নৌকা) ৪ হাজার ৪২২ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

বাংলাদেশ ওয়ার্কাস পার্টির জামানত হারানোর প্রশ্নে প্রার্থী এনামুল হক জানান, দলীয় সিদ্ধান্তে মনোনয়ন পেয়েছিলেন। ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেছেন। ভোটারা ভোট দিতে চেয়ে কথা রাখেননি।

বিএনপি দলীর স্বতন্ত্র প্রার্থী মাহাতাব আলী বলেন, বিএনপি দলীয়ভাবে নির্বাচনে অংশগ্রহণ করেনি। তারপরও একজন স্কুল শিক্ষক হিসেবে তাঁর যথেষ্ট গ্রহণযোগ্যতা আছে। তাই নির্বাচনে অংশ নিয়ে ছিলাম। তবে যাঁরা নির্বাচনে অংশ নিতে উৎসাহ যুগিয়েছেন, পরে তাঁরা সরে গেছেন। ভোট না দেওয়া ভোটারদের ব্যাপার।

উপজেলার তিনটি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। অপর দুটি ইউনিয়নের মধ্যে বাউসা ইউনিয়নে আওয়ামীলীগের বিদ্রোহী মোটর সাইকেল প্রতিকের প্রার্থী নতুনমুখ নূর মোহাম্মদ তুফান ও চকরাজাপুর ইউনিয়নে আওয়ামীলীগের মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী ডিএম মনোয়ার হোসেন বাবুল দেওয়ান নির্বাচনে হয়েছেন।

বাঘা উপজেলা রির্টানিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মুজিবুল আলম বলেন, রোববার (২৬ ডিসেম্বর) উপজেলার আড়ানী, বাউসা ও চকরাজাপুর ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়।

এ নির্বাচনে ৮ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্ব›দ্বীতা করেন। এর মধ্যে সবাই জামানত ফিরে পেলেও আড়ানী ইউনিয়নের দুই চেয়ারম্যান প্রার্থী এনামুল হক ও মাহাতাব আলী বিধি মোতাবেক জামানত হারিয়েছেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ