রাজশাহীর বাঘায় প্রাথমিক ও মাধ্যমিক, দাখিলসহ ১৭৯টি প্রতিষ্টানের শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়েছে। শনিবার (১ জানুয়ারী) উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানে এই বই বিতরণ করা হয়।
উপজেলা মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, উপজেলার ৭৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ,৪৬টি মাধ্যমিক বিদ্যালয়, ১০ ভোকেশনাল বিদ্যালয়, ২২টি কেজি স্কুল, ব্র্যাক স্কুল ৮টি, ৯টি দাখিল মাদ্রাসাসহ মোট ১৭৯টি প্রতিষ্ঠানের শিশু শ্রেণি থেকে নবম শ্রেনি পর্যন্ত সকল শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়। মোট ১৭৯ টি শিক্ষা প্রতিষ্ঠান
এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কাশেম মোহাম্মদ ওবাইদ জানান, শিক্ষা প্রতিষ্টানে উপস্থিত ৭৫ ভাগ শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দেওয়া হয়েছে। প্রাপ্তি সাপেক্ষে বাঁকী বই ছাত্র-ছাত্রীদের বিতরণ করা হবে।
উপজেলা নির্বার্হী কর্মকর্তা পাপিয়া সুলতানা জানান, এ বছর করোনার পরবর্তী সময়ে কোন আনুষ্টানিকতা ছাড়াই নিজ নিজ শিক্ষা প্রতিষ্টান স্বাস্থ্যবিধি মেনে বই বিতরণ করেন।