সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ০৮:২২ অপরাহ্ন

মিলন মাঝিকে এক লক্ষ টাকা পুরুষ্কার দিলেন ঢাকার এক ব্যাবসায়ী
ঝালকাঠি থেকে মোঃ রাশেদ খান / ৫১৩ Time View
Update : সোমবার, ০২ অক্টোবর ২০২৩

ঝালকাঠির সুগন্ধা নদীতে আগুনে দগ্ধ হওয়া লঞ্চ থেকে লাফিয়ে পরা যাত্রীদের উদ্ধার করা মিলন মাঝির হাতে গতকাল এক লক্ষ টাকার চেক হস্তান্তর করেছেন ঢাকার এক ব্যাবসায়ী তার নাম খুজেস্তা নুরে নেহরীন মুন্নী।এসময়ে মুন্নী তার ফেইসবুক পেইজে সবার উদ্দেশ্য বলেন, মানুষের মুখে হাসি ফুটানোর মত সুখ পৃথিবীর আর কোথাও নেই।

ঝালকাঠির মিলন মাঝি যে কাজ করেছে তাঁর কোন প্রতিদান হয় না।কারণ জীবনের কোন বিনিময় নেই। এটা অমূল্য, কোন কিছুর বিনিময়েই পরিশোধ যোগ্য নয়।শীতের রাত, সুগন্ধা নদীতে রাত্রির শেষভাগে জ্বলন্ত আগুনে দগ্ধ হওয়া ওই লঞ্চে অন্যান্যদের সাথে আমি আপনিও তো জ্বলে পুড়ে খাক হতে পারতাম। হইনি তো ! আসুন শুকরিয়া জানাই, বলি আলহামদুলিল্লাহ্‌ !

মিলন মাঝির ভিডিও দেখতে ক্লিক করেন

মিলন মাঝির ফোন নাম্বার জোগাড় করে দিয়েছিলেন ঝালকাঠির মিজান শিকদার। তাঁর কথা উল্লেখ না করলেই নয়। তিনিই প্রাথমিক যোগাযোগ স্থাপনে সহায়তা করেছিলেন।আপনার প্রতিও কৃতজ্ঞতা।

একজন মিলন মাঝিকে আমরা যত টাকাই দেই তাঁর কর্মের কাছে আমাদের সমস্ত দান ম্লান হয়ে যায়। তবুও চেষ্টা, ক্ষুদ্র অংশ গ্রহণ।একের বিপদে অপর ঝাঁপিয়ে পরে বাঁচাবে এই জন্যই তো আমরা মানুষ, ”আশরাফুল মাখলুকাত।”

সবার জন্য ভালবাসা আর কৃতজ্ঞতা।বেঁচে থাকুক মিলন মাঝি মানুষের ভালবাসা আর দোয়ায়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ