সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৫৬ পূর্বাহ্ন

সরকার পতনের পর উত্তাল কাজাখস্তান, সেনা পাঠালো রাশিয়া
আন্তর্জাতিক ডেস্ক / ১০৭ Time View
Update : সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩

জ্বালানি তেলের দাম বৃদ্ধির জেরে চরম অস্থিরতা বিরাজ করছে কাজাখস্তানে। এনিয়ে দেশটির সরকারের ইতোমধ্যে পতন ঘটেছে। এমন পরিস্থিতি দমাতে দেশটিতে সেনা পাঠিয়েছে রাশিয়া। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (৬ জানুয়ারি) কাজাখস্তানে আধাসামরিক বাহিনী পাঠিয়েছে রাশিয়া।

বৃহস্পতিবার দেশটির প্রধান শহর আলমাটিতে ডজনখানেক দাঙ্গাকারীকে হত্যা করেছে। অন্যদিকে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন বলছে, নিরাপত্তা বাহিনীর ১৩ জন সদস্য নিহত হয়েছে। এর মধ্যে দুইজনের মাথা কেটে নেয়া হয়েছে। এছাড়া ৩০০ জনের বেশি কর্মকর্তা আহত হয়েছেন। এদিকে বিক্ষোভকারীদের ওপর তাণ্ডব চালিয়েছে কাজাখ পুলিশ। বিক্ষোভকারীরা সরকারি ভবনের ওপর হামলা চালাতে চেষ্টা করলে পুলিশ গুলি ছুঁড়ে। গুলিতে ডজনখানেক বিক্ষোভকারী নিহত হয়েছে।

কাজাখ পুলিশের মুখপাত্র সালতানেট আজিরবেক খবর ২৪ টেলিভিশনে বৃহস্পতিবার বলেছেন, দেশের বৃহত্তম শহর আলমাটিতে চরমপন্থী শক্তি রাতজুড়ে প্রশাসনিক ভবন ও পুলিশের বিভাগে প্রবেশের চেষ্টা চালায়। তিনি আরও বলেন, ডজন খানেক হামলাকারীকে নির্মূল করা হয়েছে এবং তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

উল্লেখ্য, দেশটিতে শনিবার (১ জানুয়ারি) এলপিজির দাম দ্বিগুণের বেশি বাড়ানো হয়। এরপর দিন দেশটির পশ্চিমাঞ্চলের তেলসমৃদ্ধ প্রদেশ মানজিস্তাউয়ে বিক্ষোভ শুরু হয়। পরে এই বিক্ষোভ আলমাটিসহ দেশটির অন্যত্র ছড়িয়ে পড়ে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ