খুলনার পাইকগাছার গড়ইখালী ও দেলুটিতে ১৫ মিটার দৈর্ঘ্য দুটি ব্রীজের টেন্ডার লটারির মাধ্যমে সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার বিকাল সাড়ে ৪ টায় উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগমের উপস্হিতিতে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও ঠিকাদারদের উপস্থিতিতে এ লটারী সম্পন্ন হয়।
উপজেলার গড়ইখালী ইউপির দক্ষিন বাইনবাড়ীয়া নব জাগরন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে গাংরক্ষি খালের উপর ব্রীজ নির্মানে খুলনা রুপসার মামনি ট্রেডার্স লটারিতে বিজয়ী হয়েছে। যার নির্মান ব্যায় ধরা হয়েছে ৮৩ লাখ ৭২ হাজার ১২১ টাকা ও দেলুটি দারুন মল্লিক গৌরপদ এর বাড়ীর সামনে ডিহিবুড়া খালের উপর ব্রীজ নির্মানে খুলনার মেসার্স সীমা এন্টারপ্রাইজ লটারিতে বিজয়ী হয়েছে।
এর নির্মান ব্যায় ধরা হয়েছে ৮৬ লাখ ৪৭ হাজার ৪৩৭ টাকা। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস জানান, চলতি অর্থ বছরে গ্রামীন রাস্তায় ১৫ মিটার দৈর্ঘ্য পর্যন্ত সেতু কালভার্ট নির্মান শীর্ষক প্রকল্পের আওতায় দুর্যোগ ব্যস্থাপনায় অধিদপ্তর ও ত্রান মন্ত্রনালয়ের অধীনে দুটি প্রকল্পের নির্মান কাজ ৬০ দিনের মধ্যে সম্পন্ন করতে হবে।
এদিকে দেলুটি ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল ও গড়ইখালী ইউপি চেয়ারম্যান জি এম আব্দুস সালাম কেরু জাতীয় সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জানান, এ দুটি ব্রীজের নির্মান কাজ শেষ হলে গ্রাম পর্যায়ে যোগাযোগ ব্যবস্থা পরিবর্তন ঘটবে।