সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ০৯:৪৩ অপরাহ্ন

ফরজ নামাজের পর যে দোয়া পড়তে বলেছেন নবীজি
ধর্ম ডেস্ক / ২১৪ Time View
Update : সোমবার, ০২ অক্টোবর ২০২৩

আল্লাহর নবী (সা.)-এর প্রিয় সাহাবি মুয়াজ (রা.)। অত্যন্ত সুদর্শন, মিষ্ট স্বভাব, মুক্তহস্ত, ভদ্রতা, লালিত্যপূর্ণ বক্তব্য ও সুকণ্ঠের অধিকারী ছিলেন। নির্ভরযোগ্য কারি ও সুবিজ্ঞ ফকিহ ছিলেন। কোনো মাসআলা ও ফতওয়া প্রণয়নে কী করতে হবে— সে ক্ষেত্রে তার সেই বিখ্যাত উক্তিটি সমুজ্জ্বল।

নবী কারিম (সা.) তাকে আল্লাহর শুকরিয়া আদায়ের জন্য দিক-নির্দেশনা দিয়েছিলেন। উম্মতে মুসলিমার জন্য তা অনেক গুরুত্বপূর্ণ। হাদিসে এসেছে, মুয়াজ ইবনে জাবাল (রা.)-কে একদিন আল্লাহর রাসুল (সা.) বললেন, ‘হে মুয়াজ! ফরজ নামাজগুলোর পর এ দোয়া পাঠ করো।’ (মুসলিম, হাদিস : ৫৯; আবু দাউদ, হাদিস : ১৫২২; নাসায়ি, হাদিস : ০৩/৫৩)

দোয়াটি হলো (আরবি) :

اللَّهُمَّ أَعِنِّي عَلَى ذِكْرِكَ وَشُكْرِكِ وَحُسْنِ عِبَادَتِكِ

উচ্চারণ : আল্লাহুম্মা আ-ইন্নি আলা জিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক।’

অর্থ : হে আল্লাহ! আমাকে আপনার জিকির ও শোকর আদায় করার তাওফিক দিন এবং উত্তমরূপে আপনার ইবাদত করার তাওফিক দান করুন।

আল্লাহ তাআলা আমাদের অধিক হারে তার জিকির, শুকরিয়া আদায় ও ইবাদত-বন্দেগি করার তাওফিক দান করুন। আমিন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ