দেশের স্বনামধন্য শিল্পপ্রতিষ্ঠান মাগুরা গ্রুপের পক্ষ থেকে শ্রীপুরের নবগ্রাম প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে.।
১৩ জানুয়ারী (বৃহস্পতিবার) সকালে বিদ্যালয় প্রাঙ্গনে অত্র প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ জিল্লুর রহমানের সভাপতিত্বে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আক্কাচ আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ শীতবস্ত্র বিতরণ কর্মসূচি’র শুভ উদ্বোধন করেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মাইকেল বিশ্বাস, মাধ্যমিক বিদ্যালয়ের , সহকারী প্রধান শিক্ষক মোঃ পিকুল হোসেন, সাংবাদিক ও শিক্ষক লেনিন জাফর, শিক্ষক কুমারেশ বিশ্বাস, শিক্ষক মোঃ আবুল হোসেন, সমাজসেবকও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আয়ুব হোসেন, মোঃ খায়রুল ইসলামসহ অন্যান্য শিক্ষক- শিক্ষার্থীবৃন্দ।
একইদিনে এবিদ্যালয়ের ১০০জন শিক্ষার্থীসহ মোট চারটি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৫০০শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে মাগুরা গ্রুপ।