কুড়িগ্রামের চিলমারীতে আসন্ন ইউপি নির্বাচনকে কেন্দ্র করে চিলমারী ইউনিয়নের নৌকা প্রতিকের প্রার্থী মোঃ গয়ছল হক মন্ডল ও তার ছেলেকে প্রাণনাশের হুমকি প্রদানের অভিযোগ উঠেছে স্বতন্ত্র প্রার্থী আমিনুল ইসলাম (চশমা) এর বিরুদ্ধে।
অভিযোগ সুত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে চিলমারী ইউনিয়নের কড়াই বরিশাল এলাকায় নৌকা প্রতিকের প্রার্থী গয়ছল হক মন্ডল এর সমর্থক কর্মীরা ভোট চাইতে গেলে ওই এলাকার আবু কালাম ও শাহাদুল ইসলামসহ বেশ কয়েকজনকে চশমা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আমিনুল ইসলাম ও আগুর মিয়া হুমকি প্রদান করে বলেন, নৌকা প্রতীকের প্রার্থী গয়ছল হক মন্ডল ও তার ছেলেকে আগে বেদম মাইরপীট করা হবে। তারপর হবে নির্বাচন। নৌকা প্রতীকে ভোট চাইলে অসুবিধা আছে বলেও তারা হুমকি দেয়।
বিভিন্ন জায়গায় নির্বাচনী পোষ্টার ছিড়ে ফেলার হয়েছে বলে অভিযোগ করেন গয়ছল হক মন্ডল। এঘটনায় অভিযুক্ত চেয়ারম্যান প্রার্থী আমিনুল ইসলামকে ফোন করে পাওয়া যায়নি।
চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আনোয়ারুল ইসলাম জানান, নির্বাচনী ভিজিলেন্স টীমকে অভিযোগের কপি দেয়া হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।