গাজীপুরের কাপাসিয়া উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে জাতীয় ভোটার দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার( ০২ মার্চ ) বিকেলে উপজেলা পরিষদের চত্বরে বর্ণাঢ্য র্যালী শেষে সভাকক্ষে আলোচনা সভা হয়।
উপজেলা নির্বাহী অফিসার এ কে এম গোলাম মোর্শেদ খানের সভাপতিত্বে ও উপজেলা নির্বাচন অফিসার মোঃ আবুল বাশারের সঞ্চালনায় বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ হারুন অর রশিদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মারজিয়া সরকার, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা দিলারা আক্তার মনি, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নিলুফা বেগম, হরি মঞ্জুরি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মালেক, কাপাসিয়া থানার এস আই নাজমুল,গাজীপুর সাংবাদিক ইউনিয়ন সাংবাদিক ইউনিয়ন কাপাসিয়া ইউনিটের আহবায়ক নুরুল আমীন সিকদার , সাংবাদিক আকরাম হোসাইন হিরন, উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহমুদুল হাসান মামুন সহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার একেএম গোলাম মোর্শেদ খান বলেন জাতীয় পরিচয়পত্র ও ভোটার তালিকা খুবই জরুরি সেবা। উপজেলা নির্বাচন কমিশন সফল ভাবে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন