সবাইকে অনেকটা চমকে দিয়েই না ফেরার দেশে চলে গেছেন শেন ওয়ার্ন। মাত্র ৫২ বছর বয়সে হার্ট অ্যাটাক করে চলে গেছেন না ফেরার দেশে। অস্ট্রেলিয়ার ক্রিকেটের এই কিংবদন্তি ছিলেন ভারতীয় ক্রিকেটের মহাতারকা শচিন টেন্ডুলকারের খুব ভালো বন্ধু। বন্ধু ‘ওয়ার্নির’ এভাবে চলে যাওয়া মেনেই নিতে পারছেন না শচিন।
মাঠে দু’জনের লড়াই ছিল ক্রিকেট রূপকথার সোনালি এক অধ্যায়। তবে মাঠের বাইরে তারা ছিলেন বেশ ভালো বন্ধু। খেলোয়াড়ি জীবনে দু’জনের উষ্ণ সম্পর্কের দেখা মিলত অস্ট্রেলিয়া ভারতের লড়াইয়ের আগে-পরে। খেলোয়াড়ি জীবন শেষে বিভিন্ন অনুষ্ঠানে একসঙ্গে দু’জনের হাসিমুখ দেখা যেত।
এমন এক বন্ধুই আজ শচিনকে ছেড়ে, পৃথিবী ছেড়ে চলে গেলেন না ফেরার দেশে। তাও আবার আচমকাই। বন্ধুর এমন মৃত্যুতে হতবিহবল শচিন। ব্যক্তিগত টুইটার অ্যাকাউন্টে তিনি লিখলেন, ‘স্তব্ধ, হতবাক ও দুঃখিত। তোমাকে মিস করব ওয়ার্নি। তুমি আশেপাশে থাকলে, সেটা মাঠে হোক বা মাঠের বাইরে, একটা মুহূর্তও নিরানন্দ কাটত না।’
তিনি আরও যোগ করেন, ‘তোমার আমার লড়াই, মাঠের বাইরে খুনসুটিটা আজীবন স্মরণ করব। ভারতে তোমার জন্য আলাদা একটা জায়গা সবসময়ই ছিল। ভারতীয়রা তোমাকে তাদের হৃদয়ে আলাদা জায়গা দিয়ে রেখেছে। তুমি খুব তাড়াতাড়িই চলে গেলে।’