গাজীপুরের কালীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা ৩:০০ টায় কালীগঞ্জ উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
বর্ধিত সভায় কালীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি, আব্দুল মতিন সরকারের সভাপতিত্বে ও কালীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, আবু বক্কর চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী, গাজীপুর জেলা আওয়ামীলীগের সভাপতি আ.ক. ম মোজাম্মেল হক,এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের মহিলা বিষয়ক সম্পাদক, মেহের আফরোজ চুমকি, এমপি।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, গাজীপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, ইকবাল হোসেন সবুজ, এমপি।
অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, কালীগঞ্জ পৌরসভার মেয়র ও কালিগঞ্জ পৌর আওয়ামীলীগের সভাপতি, এস.এম.রবীন হোসেন সহ জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ,উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ, পৌর আওয়ামীলীগের নেতৃবৃন্দ এবং সকল সহযোগী সংগঠনের সভাপতি- সাধারণ সম্পাদক ও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।