বাসন থানা আওয়ামীলীগের উদ্যোগে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তায় ১৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, শেখ রইস উদ্দিন এর সভাপতিত্বে ১৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি,মুহাম্মদ সাইফুল ইসলাম মোল্লা এর সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি, আফজাল হোসেন সরকার রিপন।
অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, ১৭ নং ওয়ার্ড কাউন্সিলর, রফিকুল ইসলাম, গাজীপুর মহানগর জাতীয় শ্রমিক লীগের আহ্বায়ক, আব্দুল মজিদ বিএসসি, যুগ্ম আহ্বায়ক,কবির আহমেদ মন্ডল,গাজীপুর মহানগর মহিলা আওয়ামীলীগের সভাপতি, সেলিনা ইউনুস, বাসন থানা আওয়ামীলীগ নেতা, মোঃ আজগর আলী, বাসন থানা আওয়ামীলীগ নেতা, বিকাশ সরকার, গাজীপুর মহানগর আওয়ামী যুবলীগ নেতা, দেলোয়ার হোসেন দেলু, বাসন থানা কৃষকলীগের সাধারণ সম্পাদক, মোঃ আমজাদ হোসেন, গাজীপুর মহানগর মোটর শ্রমিকলীগের সাধারণ সম্পাদক, শাজাহান খন্দকারসহ বাসন থানা আওয়ামীলীগের অন্যান্য নেতৃবৃন্দ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।