মাগুরা লেডিস ক্লাবের উদ্যোগে ‘সফল ও প্রতিষ্ঠিত নারীদের সম্মাননা’ প্রদান করা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় নোমানী ময়দানে জেলা প্রশাসনের সহযোগিতায় আন্তর্জাতিক নারী দিবস-২০২২ উপলক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মাগুরা লেডিস ক্লাবের সভানেত্রী ড. নাসরিন আখতার-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. আশরাফুল আলম।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন বিজ্ঞ জেলা ও দায়রা জজ মোঃ কামরুল হাসান, বিজ্ঞ জেলা ও দায়রা জজের পতী সুলতানা শিরিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ ফারজানা ইয়াসমিন, শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার লিউজা-উল-জান্নাহ, বিআরডিবি’র উপ-পরিচালক শাহানারা বেগম, জেলা পরিসংখ্যান বিভাগের উপ-পরিচালক ফারহানা সুলতানা ও মাগুরা লেডিস ক্লাবের সদস্য এ্যাড. শাহিনা আক্তার ডেইলী প্রমুখ।
অনুষ্ঠানে সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার স্বীকৃতিস্বরূপ ৭ জন সফল ও প্রতিষ্ঠিত নারীদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। তারা হলেন-মিতা চক্রবর্তী, আনোয়ারা খাতুন, লিপিকা দত্ত, কাজী জেনিস ফারহানা, নারগিত সুলতানা, মিনতি রানী দত্ত, ইয়াসমিন সুলতানা।