‘পুলিশই জনতা, জনতাই পুলিশ’ এই শ্লোগানকে সামনে রেখে মানিকগঞ্জে ওপেন হাউজ ডে এবং আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা করেছে সদর থানা পুলিশ।
বুধবার (৯ মার্চ) সকাল ১০ টার দিকে সদর থানা প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মোহাম্মাদ গোলাম আজাদ খান( পিপিএম-বার)।
তিনি বলেন, অপরাধ নিয়ন্ত্রণ, আইন শৃঙ্খলা সমুন্নত রাখা, অপরাধীকে আইনের আওতায় আনা, যৌতুক, ইভটিজিং, বাল্যবিবাহ রোধ, মাদক নির্মূল সহ নানাবিধ কর্মকাণ্ডে পুলিশ এবং সমাজের বিভিন্ন পর্যায়ের জনগণের সম্মিলিত প্রয়াসে পুলিশ প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে।
যে কোনো ক্লান্তিলগ্নে বিশেষ করে করোনা কালীন সময়ে পুলিশ করোনা সংক্রমণ প্রতিরোধে নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে। পৌরসভার প্রতিটি ওয়ার্ডে এবং প্রত্যেকটি ইউনিয়নের বিট পুলিশিং কার্যক্রমের মাধ্যমে পুলিশিং সেবা পৌঁছে দেওয়া হচ্ছে জনগণের দোরগোড়ায় বলে জানান তিনি।
এ সময় অন্যান্যের মধ্যে মানিকগঞ্জ পৌরসভার মেয়র মো. রমজান আলী, অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান, সদর থানার অফিসার্স ইনচার্জ আব্দুর রউফ সরকারসহ জেলা পুলিশের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাসহ রাজনৈতিক ব্যক্তিবর্গ, কমিউনিট পুলিশের সদস্য, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, কাউন্সিলর, সাংবাদিক ও স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।