সোমবার, ২৯ মে ২০২৩, ০৮:৫৮ অপরাহ্ন

  • বাংলা বাংলা English English
ময়মনসিংহে অবৈধভাবে নদীর পাড়ের মাটি উত্তোলন,এসিল্যান্ডের অভিযানে জরিমানা
ময়মনসিংহ থেকে আরিফ রববানী / ১০৪ Time View
Update : সোমবার, ২৯ মে ২০২৩

ময়মনসিংহ সদরের ময়মনসিংহ নগরীর প্রধান শহরের বিপরীতে ব্রহ্মপুত্রের ওপারে চর সেহড়া মৌজায় ব্রহ্মপুত্র নদীর পাড় থেকে ড্রেজার দিয়ে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে দুই ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১০মার্চ) বিকেলে সহকারী কমিশনার ভূমি এইচ এম ইবনে মিজান এই অর্থদণ্ড দেন। অনাদায়ে তাদেরকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

সহকারী কমিশনার ভূমি এইচ এম ইবনে মিজান জানান, সরকারি নির্দেশ অমান্য করে মাটি ব্যবসায়ীরা ব্রহ্মপুত্র নদীর পাড় থেকে প্রতিদিন মাটি উত্তোলন করে আসছিলেন। বারবার সতর্ক করার পরেও কর্ণপাত না করে ব্যবসায়ীরা নিজেদের স্বার্থে মাটি উত্তোলন কাজ অব্যাহত রাখেন।

পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাটি ব্যবসায়ীর প্রত্যেককে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর সংশ্লিষ্ট ধারায় ১ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

তিনি জানান-পরিবেশ রক্ষায় অবৈধ ড্রেজার মালিক বা মাটি ব্যবসায়ীদের বিরুদ্ধে সবসময় সতর্ক দৃষ্টি রাখবে উপজেলা প্রশাসন,এব্যাপারে সকলের সহযোগীতা প্রত্যাশা করেন সহকারী কমিশনার ভূমি এইচ এম ইবনে মিজান।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category