তালা উপজেলার জাতপুর এলাকার দেড় শত গ্রাম গাঁজা ও ১০ পিচ ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী আমজাদ বিশ্বাসকে গ্রেফতার করেছে থানা পুলিশ। আমজাদ বিশ্বাস জাতপুর গ্রামের শের আলী বিশ্বাসের পুত্র।
থানা সূত্রে জানাযায়,রবিবার রাত ৯ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জাতপুর বাজারের তিনরাস্তা মোড়ে গাঁজা ও ইয়াবা বিক্রিকালে জাতপুর গ্রামের শের আলী বিশ্বাসের পুত্র আমজাদ বিশ্বাস কে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ হতে উদ্ধার করা হয়। অভিযান পরিচালনা করেন জাতপুর ক্যাম্প ইনচার্জ এস আই ওহিদুজ্জামানসহ সঙ্গীয় ফোর্স।
তালা থানার অফিসার ইনচার্জ(ওসি) আবু জিহাদ ফখরল আলম খান আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, সোমবার আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মামলা নং-২/৩৪।