নড়াইলের নড়াগাতি থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতারি পরোয়ানানাভুক্ত ১২ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
গত বুধবার (১৬ মার্চ) রাতব্যাপী অভিযান করে তাদেরকে আটক করে নড়াগাতি থানা পুলিশের একটি বিশেষ টিম।
নড়াগাতি থানার অফিসার ইনচার্জ সুকান্ত সাহা ও পুলিশ পরিদর্শক (তদন্ত)আব্দুর গফুরের নেতৃত্বে বিশেষ অভিযানে আটককৃত আসামিরা হলেন, উপজেলার উত্তর ডুমুরিয়া গ্রামের মোজাহের গাজীর ছেলে ইউসুফ গাজী, আল-আমিন গাজী, ইনজিল গাজী, মোস্তাক গাজী,শাহাদত গাজীর ছেলে মাহবুব গাজী,কালাম মোল্লার ছেলে নাজমুল মোল্লা, সালাম মোল্লার ছেলে নিয়ামুল মোল্লার, ইকু মোল্লার ছেলে ওবায়দুল মোল্লা,হাবিবুর মোল্লার ছেলে মিশকাত মোল্লা, ইসমাইল মোল্লা, মুনসুর গাজীর ছেলে সুমন গাজী, জামশেদ মুন্সির ছেলে আমিন মুন্সি।
এ বিষয়ে নড়াগাতি থানার অফিসার ইনচার্জ সুকান্ত সাহা জানান, নড়াইলের পুলিশ সুপার প্রবীর কুমার রায়ের নির্দেশনায় ১৬ ই মার্চ বুধবার রাতে অভিযান পরিচালনা করে বিভিন্ন মামলার আদালতের দেয়া গ্রেফতারি পরোয়ানাভুক্ত ১২ জন আসামিকে গ্রেফতার করি।
গ্রেপ্তারকৃত আসামীদেরকে আজ বৃহস্পতিবার ১৭ই মার্চ নড়াইলের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।নড়াগাতি থানা পুলিশের ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি