মাগুরা শ্রীপুরের সোনাতুন্দী গ্ৰামের চরপাড়া ঈদগাহ সড়কে ফয়সাল নামে দশম শ্রেনীর এক শিক্ষার্থী মোটর সাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছে ও অপর দুই বন্ধু গুরুতর আহত হয়েছে।
৩ জন একই মোটরসাইকেল আরোহী এবং হাট দারিয়াপুর সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী। জানা গেছে ১৮ মার্চ (শুক্রবার) ১১টার দিকে মাগুরা শ্রীপুর সোনাতুন্দী সড়কের চরপাড়া ঈদগাহ ময়দানের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের মান্দার (শিমুল) গাছের সাথে ধাক্কায় ফয়সাল নামের ঐ শিক্ষার্থী নিহত হয়।গুরুতর আহত হয়েছে আরো ২জন, তাদেরকে ফরিদপুর মেডিকেলে পাঠানো হয়েছে। নিহত ফয়সাল শ্রীপুর উপজেলার কচুয়া গ্রামের নান্নুর ছেলে ও নাজির মেম্বারের ভাতিজা ।
গুরুতর আহত আদর একই উপজেলার দারিয়াপুর গ্রামের আনোয়ারের ছেলে অপর গুরুতর আহত রাকিব হোসেন সাচিলাপুর গ্রামের বাসিন্দা রইচ উদ্দিনের পুতা ছেলে। এ বিষয়ে হাট দারিয়াপুর সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী ইমাম হোসেন গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। এছাড়া তিনি আহত অপর দুইজন আহত শিক্ষার্থীর দ্রুত সুস্হতা কামনা করেছেন।