কসমো গ্রুপের চেয়ারম্যান জহির উদ্দীন হায়দারের আর্থিক সহায়তায় কুড়িগ্রামের চিলমারী’র মাস্টার পাড়া এলাকায় নবনির্মিত মাস্টার পাড়া জামে মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। শনিবার বিকেলে মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সাংসদ ও জেলা পরিষদ চেয়ারম্যান জাফর আলী।
মসজিদ কমিটির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান গওছল হক মন্ডলের সভাপতিত্বে ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান শওকত আলী সরকার বীর বিক্রম, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মোঃ রেজাউল করিম লিচু রমনা ইউপি চেয়ারম্যান গোলাম আশেক আঁকা, থানাহাট ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মিলন, কাষ্টস্ম’র রাজস্ব কর্মকর্তা সাজেদুল করিম, কসমো গ্রæপের এমডি নাইম হায়দার, সাপ্তাহিক ভাওয়াইয়া এক্সপ্রেস পত্রিকার প্রকাশক এরশাদুল করিম রাজু প্রমূখ। উদ্বোধন শেষে মসজিদের উন্নয়ন কাজে দাতা ও অত্র মসজিদের উন্নয়নসহ দেশ জাতির কল্যাণ কামনা করে দোয়া মোনাজাত করা হয়।