তালায় ‘স্বল্পোন্নত হতে উন্নয়নশীল দেশে উত্তরণ: বঙ্গবন্ধু হতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুবর্ণ জয়ন্তী মেলার সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ মার্চ) দুপুরে তালা উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাসের সভাপতিত্বে ও মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা,সরকারি কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও সামাজিক সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে অনুষ্ঠানে উপস্থিত সর্বসাধারণের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা ও বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। পর সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চস্থ হয়।