রাজশাহীর বাঘায় তিনদিন ব্যাপি কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ মার্চ) বেলা সাড়ে ১১টায় উপজেলা চত্বরে এই মেলার উদ্বোধন করা হয়। আধুনিক প্রযুক্তি সম্প্রসাণের মাধ্যমে কৃষি উন্নয় প্রকল্পের আওতায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা।
মেলা উদ্বোধনের আগে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, যুগ্ম সাধারণ সম্পদক সিরাজুল ইসলাম মন্টু, সাংগঠনিক সম্পাদক ওয়াহেদ সাদিক কবির, সদস্য মাসুদ রানা তিলু, উপজেলা নারী ভাইস চেয়ারম্যান রিজিয়া আজিজ সরকার, চকরাজাপুর ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক আসদুস সালাম, উপজেলা কৃষি কর্মকর্তা শফিউল্লাহ সুলতান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কামরুল ইসলাম, মৎস্য কর্মকর্তা সাহাদুল ইসলামসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ।