পুলিশের বিশেষ অভিযানে দীর্ঘদিন ধরে পলাতক থাকা সাজা পরোয়ানাভুক্ত সহ ০৭ টি (সাত)সি আর মামলার আসামি ফিরোজ আহমেদ(৪০) কে গ্রেফতার তালা থানা পুলিশ। ফিরোজ তালার আটারই গ্রামের নুরুজ্জামানের পুত্র।
অভিযানে পরিচালনা করেন,তালা থানার অফিসার ইনচার্জ(ওসি) আবু জিহাদ ফখরুল আলম খান ও ওসি তদন্ত আবুল কালাম আজাদের নেতৃত্বে এসআই আবু কাওছার, এস আই চন্দন, এ এস আই আসাবুর রহমান সঙ্গীয় পুলিশ ফোর্স।
থানা সূত্রে জানা যায়,তালা থানাধীন আটারই গ্রামের নুরুজ্জামানের পুত্র ফিরোজ আহমেদ(৪০) সাজা পরোয়ানা সহ ০৭টি সি আর মামলার পলাতক আসামী। দীর্ঘদিন পলাতক থাকায় তাকে গ্রেফতরা করতে বৃহস্পতিবার গভীর রাতে তালা থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় যশোর জেলার মনিরামপুর থানা এলাকা হতে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে আসামী ফিরোজ গ্রেপ্তার করেন।
তালা থানার অফিসার ইনচার্জ(ওসি) আবু জিহাদ ফখরুল আলম খান জানান, গ্রেফতার কৃত পরোয়ানা ভুক্ত আসামী ফিরোজকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।