বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য মরহুম আখতারুজ্জামান চৌধুরী বাবুর করব জিয়ারত করলেন তাঁর সুযোগ্য পুত্র ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ।
শনিবার (২৬ মার্চ) সকাল ১১টায় আনোয়ারা উপজেলার হাইলধর নিজ গ্রামে নেতাকর্মীদের নিয়ে পিতার করব জিয়ারত করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক এম এ মান্নান চৌধুরী, সাধারণ সম্পাদক এম এ মালেক,উপজেলা যুবলীগের আহ্বায়ক শওকত ওসমানসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।