ময়মনসিংহের নান্দাইলে মরহুম আবদুল জলিল মানব কল্যান ফাউন্ডেশন নামক একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
২৮ মার্চ সোমবার সকাল এগারোটার দিকে চন্ডিপাশা সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি প্রধান কর্ণধার আশরাফুজ্জামান রিপন, সাংবাদিক আবু হানিফ সরকার, হিমেল,আলমগীর, লামিয়া আক্তার মিম,পরান, ইসমাইল, ইজাজুল হক, প্রমূখ।
অনুষ্ঠানে উপস্থিত অর্ধশতাধিক শিক্ষার্থী ও অনুপস্থিত শিক্ষার্থীদের অভিভাবকের মাঝে খাতা কলম সহ বিভিন্ন শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
সভাপতি রিপন তার বক্তৃতায় বলেন, এই সংগঠনটি আমার প্রয়াত পিতার নামে প্রতিষ্ঠা করেছি। এই সংগঠনের ব্যানারে বিভিন্ন মানব সেবা মূলক কার্যক্রমের মাধ্যমে সুন্দর সমাজ গঠনে ভূমিকা রাখবো।