তালা থানা পুলিশের বিশেষ অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা উথালী গ্রাম থেকে জিহাদী বই সহ জামায়াতের ৬ নেতাকে আটক করা হয়েছে।
বুধবার ৩০ মার্চ গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে তালা থানার ইসলাম কাটি ইউনিয়ন এর উথালী গ্রামের জনৈক আমজাদ আলী বাড়ি থেকে নাশকতার পরিকল্পনা করা কালে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
এ সময়তাদের কাছ থেকে একটি জিহাদী বই,একটি জামায়াত ইসলামী গঠনতন্ত্র, মাওঃ মতিউর রহমান নিজামীর লেখা বই ১ টি, গোলাম আজমের লেখা বই ১ টি , এম হোসেন এর লেখা বই ১টি , জামায়াতের চাঁদা আদায় রশিদ সহ ১০/১২ টি জঙ্গিবাদ ও জিহাদী বই উদ্ধার করা হয়েছে।
আটকৃতরা হলেন, তালা উপজেলা জামায়াতের আমির ও কাটাখালি গ্রামের মৃত শেখ ইউসুফ আলীর পুত্র মফিজুল ইসলাম(৫৫),উপজেলা জামায়াতের সেক্রেটারি ও নোয়াকাটি গ্রামের-মোঃ মহিউদ্দিন মোড়লের পুত্র অধ্যাপক মোঃ ইদ্রিস আলী(৫০), সুজনসাহা গ্রামের মৃত আব্দুল আজিজের পুত্র শেখ নুরুল ইসলাম(৭০), বারাত গ্রামের-মোঃ আফাজ উদ্দনি শেখের পুত্র মোঃ মোশারফ হোসেন(৫১), উথালী গ্রামের মৃত আকছেদ আলী সরদারের পুত্র মোঃ আজাহারুল ইসলাম (৬৫), উথালী গ্রামের আমজাদ সরদারের স্ত্রী রোকন মোছাঃ রেবেকা বেগম (৫৪)।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু জিহাদ ফকরুল আলম খাঁন জানান, নাশকতা পরিকল্পনাকারী গ্রেফতার কৃত আসামিদের নামে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের একটি মামলা রুজু হয়েছে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।