আইআইইউসি ফটোগ্রাফি সোসাইটি কর্তৃক আয়োজিত দুই দিন ব্যাপী আলোকচিত্র প্রদর্শনী ‘ত্রিমাত্রিক ২.০’ অনুষ্ঠিত।
আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম ফটোগ্রাফি সোসাইটি কর্তৃক আয়োজিত দুই দিন ব্যাপী আলোকচিত্র প্রদর্শনী ‘ত্রিমাত্রিক ২.০’ এর উদ্বোধন হয়েছিলো গত ২৮ শে মার্চ। প্রদর্শনীটি উদ্বোধন করেছেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অফ ট্রাস্টির সম্মানিত সদস্য এবং ফিমেল ক্যাম্পাস এর চেয়ারম্যান জ্বনাব রিজিয়া রেজা চৌধুরী। প্রদর্শনীটি অনুষ্ঠিত হয় কেন্দ্রীয় লাইব্রেরির করিডোরে।
প্রদর্শনীতে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় এর ইংলিশ লিটারেচার এন্ড ল্যাংগুয়েজ ডিপার্টমেন্ট এর সহকারী অধ্যাপক ইফতেখার উদ্দিন,সহযোগী অধ্যাপক মোহাম্মদ আজিজুল হক, সহকারী অধ্যাপক মোহাম্মদ আবু সালেহ নিজামউদ্দীন, ইলেক্ট্রিকাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এর সহকারী অধ্যাপক ইঞ্জিনিয়ার মো: ইফতেখার আলম, সহকারী অধ্যাপক মোহাম্মদ শহীদউল্লাহ , ইকনোমিক্স এন্ড ব্যাংকিং ডিপার্টমেন্ট এর সহযোগী অধ্যাপক ড. মো: শরীফুল হক, সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এর প্রভাষক মোহাম্মদ খোরশেদ আলী,কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এর লেকচারার ফারজানা তাসনিম এবং নানজিবা বাসনিন ম্যাম সহ বিভিন্ন ডিপার্টমেন্ট এর সম্মানিত শিক্ষকবৃন্দ।
আইআইউসিপিএস এর অন্যান্য আলোকচিত্র প্রতিযোগিতার মধ্যে “ত্রিমাত্রিক” অন্যতম যেখানে অংশগ্রহণ করেছিল সম্মানিত শিক্ষক, শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সকলেই।
প্রদর্শনীতে প্রদর্শনিত হয়েছিলো “ত্রিমাত্রিক” প্রতিযোগিতার পুরস্কারপ্রাপ্ত সেরা পাঁচ ছবি এবং ফটোগ্রাফিক সোসাইটির এক্সিকিউটিভদের বিভিন্ন পুরস্কারপ্রাপ্ত সেরা ছবিসমূহ