নড়াইলের কালিয়া থানার নবাগত অফিসার ইনচার্জ হিসাবে যোগদান করেছেন শেখ তাসমীম আলম। শুক্রবার (১ এপ্রিল) সন্ধ্যায় তিনি কালিয়া থানায় যোগদান করে দায়িত্বভার গ্রহণ করেন।
এরপূর্বে তিনি যশোর কোতোয়ালি থানার ওসি (তদন্ত) হিসেবে দায়িত্ব পালন করেন। ওসি শেখ তাসমীম আলম ২০০৫ সালে সরাসরি এসআই পদে যোগদান করেন। পদোন্নতি পেয়ে ২০১৬ সালে যশোরের শার্শা থানার ইন্সপেক্টর (তদন্ত) হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর ২০১৯ সালে ওসি (তদন্ত) হিসেবে যশোর কোতোয়ালি থানায় এ পর্যন্ত দায়িত্ব পালন করেন।
নবাগত অফিসার ইনচার্জ শেখ তাসমীম আলম সাংবাদিকদের বলেন, জনগণের সঙ্গে জনসংস্পৃক্ততা রেখে এলাকায় অপরাধ কার্মকান্ড প্রতিরোধ করা হবে। সেই সাথে মাদক ও জুয়ার বিরুদ্ধে কঠোরভাবে ব্যবস্থা নিবো। তিনি সবার সহযোগিতায় আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে চান।