সোমবার, ২৯ মে ২০২৩, ০৯:৪৫ অপরাহ্ন

  • বাংলা বাংলা English English
চিরিরবন্দরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত -১, আহত- ২
চিরিরবন্দর (দিনাজপুর) থেকে আসিফ আহম্মেদ সানি / ২০৯ Time View
Update : সোমবার, ২৯ মে ২০২৩

দিনাজপুর চিরিরবন্দর উপজেলায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুর আড়াইটার দিকে উপজেলার আব্দুলপুর ইউনিয়নের চিরিরবন্দর- পার্বতীপুর সড়কের শাহা ব্রীক্সের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোটরসাইকেল আরোহীর নাম সানোয়ার হোসেন (২৫)। তিনি ভিয়াইল ইউনিয়নের জয়পুর গ্রামের নজরুল ইসলামের পুত্র।

দুর্ঘটনায় অপর মোটরসাইকেল আরোহী নায়েক তারা (১৮) ও খোকন (১৬) নামের দুই তরুণ আহত হয়েছেন। নায়েক তারা উপজেলার নান্দেড়াই গ্রামের একরামুল হকের পুত্র ও খোকন উপজেলার রাজাপুর গ্রামের সুব্রত কুমারের পুত্র। তারা দুজনই স্থানীয় একটি গার্মেন্টস দোকানের কর্মচারী।

চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বজলুর রশিদ বলেন, দুর্ঘটনার পর আহত তিন ব্যক্তিকে হাসপাতালে নেওয়ার পথে মারা যান সানোয়ার হোসেন। নায়েক তারা ও খোকনকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category