আজকে বিকালে বেলা ৩.৩০ ঘটিকায় পর্যাপ্ত বাস এবং বাসে ছাত্রদের বসার জায়গা না থাকায় আন্দোলন করেন আই আই ইউ সি রেলবিটে ছাত্ররা । শ’ খানেক ছাত্র এই আন্দোলনে অংশ নেন।
ছাত্রদের দাবি ছিল ভার্সিটি অথোরিটি ছাত্রদের জন্য পর্যাপ্ত বাসের ব্যবস্থা করবেন। শহর থেকে প্রায় ৩৫ কিমি দূরে অবস্থিত বিশ্ববিদ্যালয়টি অবস্থিত হওয়ায় ছাত্রছাত্রী দের একমাত্র আসা যাওয়ার মাধ্যম হলো বাস।
কিন্তু ভার্সিটি পর্যাপ্ত বাসের ব্যবস্থা না করায় অনেক শিক্ষার্থী বাসে দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্যাম্পাসে আসেন।
আর বর্তমানে রোযা রাখা অবস্থায় তা কষ্টসাধ্য ও বটে। প্রায় ২০-২৫ মিনিট ধরে আন্দোলন চলে।
একপর্যায়ে বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস চ্যান্সেলর রেলবিটে এসে ছাত্রদের সাথে কথা বলেন এবং ছাত্রদের দাবিদাওয়া মেনে নেওয়ার আশ্বাস দেন।
তিনি ভার্সিটির ট্রান্সপোর্ট ডিবিশনের চেয়ারম্যানের সাথে মিটিং করে যত দ্রুত সম্ভব ব্যবস্থা গ্রহন করার আশ্বাস দেন। ছাত্ররা প্রো ভিসি স্যারের আশ্বাস পেয়ে আন্দোলনস্থল ত্যাগ করেন।