যশোরের অভয়নগর থানা পুলিশের আয়োজনে মুজিববর্ষ উপলক্ষে বাংলাদেশ পুলিশের প্রতিটি থানায় স্থাপিত নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক এবং গৃহহীন পরিবারের জন্য নির্মিত গৃহ হস্তান্তরের উপর ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুভ উদ্বোধন ঘোষণা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার সকাল ১১টার সময় গণভবন থেকে সরাসরি ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাংলাদেশ পুলিশের প্রতিটি ইউনিটের সাথে যুক্ত থেকে মুজিববর্ষ উপলক্ষে বাংলাদেশ পুলিশের প্রতিটি থানায় স্থাপিত নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক এবং গৃহহীন পরিবারের জন্য নির্মিত গৃহ হস্তান্তরের শুভ উদ্বোধন ঘোষণা করেন। এসময় থানা পুলিশের অফিসার ইনচার্জ শামীম হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, যশোর জেলা পরিসদের প্যানেল চেয়ারম্যান লায়লা খাতুন, স্থানীয় সাংবাদিকবৃন্দ, সহসকল পুলিশ ফোর্স। ভুলপাতা গ্রামের গৌরাঙ্গ বিশ্বাস মালতি বিশ্বাসের ঘর নির্মাণের জন্য তাকে দেড় শতাংশ জায়গা দান করেন। বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে সেই জমিতে ঘর নির্মাণ কর হয়। প্রথম ধাপে নির্মিত গৃহ অভয়নগর উপজেলার ভুলপাতা গ্রামের বিধাব মালতি বিশ্বাস (৫৫)বুঝিয়ে দেয়া হয় । এসময় তিনি আবেগি আবৃত হয়ে পড়েন।