ঘনিয়ে আসছে ঈদ, মার্কেট গুলোতে ক্রেতার আনাগোনা, দাম বেশি বলে অভিযোগ!
ঈদ যত ঘনিয়ে আসছে ততই দিন দিন জমে উঠেছে গাইবান্ধার মার্কেট গুলি। শুরুর দিকে ক্রেতা উপস্থিত কম থাকলেও বর্তমানে মার্কেট গুলোতে বাড়ছে ক্রেতাদের আনাগোনা। তবে দাম বেশি অভিযোগ করছে মার্কেটে কিনতে আসা ক্রেতারা।
তবে বিক্রেতাদের পাল্টা দাবি কাপড়ের দাম বেশি হওয়ায় আর পরিবহন খরচ বৃদ্ধি পাওয়ায় তাদের বাধ্য হয়ে দাম বাড়াতে হচ্ছে।
ফলে তা সাধারন মানুষের মানুষের নাগালের বাহিরে হওয়ায় এবারে ক্রেতার উপস্থিতি তুলনা মূলক কম।
জেলা শহরের সালিমা সুপার মার্কেট,ইসলাম প্লাজা,পৌর সুপার মার্কেট, তরফদার ম্যানসন সহ বিভিন্ন মার্কেট গুলোতে ছোট বড় সব বয়সি মানুষের বাহারি রংবেরঙের পোশাকে সেজে উঠেছে দোকান গুলো। এ দিকে জুতা, কসমেটিকস সহ নিত্যপ্রয়োজনীয় সব দোকান গুলো প্রস্তুত ক্রেতাদের চাহিদা মেটাতে।
তবে বেলা বিকেল গড়িয়ে সন্ধ্যা নামলে ইফতারের পর ধীরে ধীরে বাড়তে থাকে ক্রেতাদের আনাগোনা। বেচাকেনা চলে সন্ধ্যা থেকে রাত ১২ টা পর্যন্ত। আসন্ন দিন গুলো ক্রেতাদের ভীড় দ্বিগুণ হবে বলে আসা করছে গাইবান্ধার দোকানিরা।