কাউনিয়ায় কালবৈশাখী ঝড়ে ঘরবাড়ি, দোকানপাট, পোল্ট্রি খামার ও ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়াও প্রবল বাতাসের কারনে ধান, ভুট্রাসহ অন্যান্য আবাদি ফসলেরও ক্ষতি হয়েছে।
মঙ্গলবার (২৬ এপ্রিল) রাতে রংপুরের কাউনিয়া উপজেলায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে ঘরবাড়ি, আবাদি ফসল ও ক্ষেতের সবজির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।হঠাৎ হওয়া এই ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে প্রায় শতাধিক বাড়িঘর,দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান।ঝড়ে গাছপালা উপড়ে পড়ে কয়েক জায়গায় চলাচলের রাস্তা বন্ধ হয়ে গেছে।এছাড়াও গাছের ডালপালা পড়ে বৈদ্যুতিক তার ও খুঁটির ক্ষতি হয়েছে।এর ফলে প্রায় ১৮ ঘন্টা বিদ্যুৎ সংযোগ বন্ধ ছিলো।
ঝড়ের সময় রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের কাউনিয়ায় গাছ ভেঙ্গে পড়ায় দীর্ঘক্ষণ যান চলাচল বন্ধ ছিলো পরে ফায়ার সার্ভিস এসে গাছ সড়িয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।এছাড়াও কাউনিয়ার মীরবাগে রেললাইনের উপরে গাছ ভেঙ্গে পড়ায় আন্তঃনগর কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেন বেশ কিছুক্ষণ দাড়িয়েছিলো।পরে স্থানীয় মানুষদের সহযোগিতায় গাছ সড়ানো হলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।