গোপন সংবাদের ভিত্তিতে রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ(ডিবি) মাদকবিরোধী পৃথক দুটি ০২ টি অভিযান চালিয়ে গাঁজা ও ফেন্সিডিলসহ ০২ জনকে আটক করেছে।
বৃহস্পতিবার (২৮ এপ্রিল) রাত অনুমানিক ০১.২০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিঃ) মোঃ গোলাম মোর্শেদ এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ রংপুর তাজহাট থানাধীন মডার্ণ মোড়ে চাঁদ পেট্রোল পাম্প এর বিপরীত পার্শ্বে মনির স্টোর নামীয় পান-সিগারেট এর দোকানের সামনে রংপুর-টু-ঢাকা মহাসড়কের পাশে তিসা পরিবহন নামের একটি যাত্রীবাহী বাসে তল্লাশী চালিয়ে ০২ (দুই) টি ব্যাগের ভিতর রাখা ১৫ (পনেরো) কেজি শুকনো গাঁজাসহ একজনকে করে। গ্রেফতারকৃত আসামীর নাম মোঃ সাদেকুর রহমান (২০), পিতা- মৃত আদম আলী, মাতা- সাহেরা বেগম, সাং- গেকুন্ডা বড়াইটারী মোস্তফি, থানা- লালমনিরহাট সদর, জেলা- লালমনিরহাট।
পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে তাজহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর অধীন একটি মামলা দায়ের করা হয়।
একই তারিখ সকাল ০৭.০০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিঃ) স্বপন কুমার রায় এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ রংপুর পরশুরাম থানাধীন সন্ন্যাসীর দিঘি বাজারে ০৪ নং ওয়ার্ড কাউন্সিল অফিসের প্রধান ফটকের সামনে ফুল আমের তল হতে গঙ্গাচড়াগামী পাকা রাস্তায় উপর অভিযান পরিচালনা করে নেশা জাতীয় মাদকদ্রব্য ১৪ (চৌদ্দ) বোতল ফেন্সিডিলসহ একজনকে করে। আসামীর নাম ও ঠিকানাঃ মোঃ আব্দুল জলিল (৩৮), পিতা- মৃত হাসান আলী, মাতা- জহুরা বেগম, সাং- হররাম শংকর বাজার, ইউপি- চন্দ্রপুর, থানা- কালিগঞ্জ, জেলা- লালমনিরহাট।
পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরশুরাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর অধীন একটি মামলা দায়ের করা হয়েছে।