কেন্দুয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কান্দিউড়া ইউনিয়নের তারাকান্দিয়া গ্রামের নদীর পাড় এলাকার আব্দুল মন্নান (৩৫) নামের এক যুবক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে। আব্দুল মান্নান তারাকান্দিয়া গ্রামের মৃত লাভু মিয়ার ছেলে।
স্থানীয় লোকজন জানান, শুক্রবার সন্ধ্যার আগে আব্দুল মান্নান তার বাড়ির পাশে হাঁসের খামারে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে উদ্ধার করে কেন্দুয়া উপজেলা হাসপাতালে নিয়ে গেছে কর্তব্যরত চিকিৎসক থাকে মৃত ঘোষণা করেন।
আব্দুল মান্নানের অকাল মৃত্যুর খবরে শোক নেমে এসেছে এলাকায়। পরিববারে একমাত্র উপার্জনকারী ব্যক্তিকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে গেছেন তার পরিবারের লোকজন।