দিনাজপুরের নবাবগঞ্জে ঘুর্নিঝড় ও কালবৈশাখী কবলিত এলাকায় দুস্থ, অসহায় মানষের মাঝে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।
রবিবার বেলা ১১টায় উপজেলার কুশদহ ইউনিয়নের কুশদহ এলাকায় বিএনপির কেন্দ্রিয় কমিটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেন ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেন এবং ঘুর্নিঝড়ে ক্ষতিগ্রস্থ ৭০ জন মানুষের হাতে আর্থিক সহায়তা তুলে দেন।
এ সময় উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তরিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, ইউ,পি চেয়ারম্যান আনোয়ারুল আজিম আনু, নজরুল ইসলাম ফতে সহ নবাবগঞ্জ, বিরামপুর, হাকিমপুর, ঘোড়াঘাট উপজেলার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকমর্ীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, ২৬ এপ্রিল রাতে উপজেলার কুশদহ ইউনিয়নে কালবৈশাখী ঝড়ে প্রায় ৩শ ঘর বাড়ী বিধ্বস্ত হয় এবং অসংখ্য মানুষ গুরুতর আহত হয়।