ময়মনসিংহ সদর উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ শফিকুল ইসলাম এর সাথে সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় করেছেন জাতীয় পার্টির অন্যতম সংগঠন জাতীয় কৃষক পার্টি ময়মনসিংহ জেলা ও মহানগর শাখার নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (১২ই মে ) বেলা ২ টার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার কক্ষে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। এসময় জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও ময়মনসিংহ সদর আসনের জাতীয় সংসদ সদস্য বেগম রওশন এরশাদ এমপি’র পক্ষ থেকে জেলা জাতীয় কৃষক পার্টির সভাপতি এসডি রুবেল এর নেতৃত্বে নবাগত (ইউএনও) মোহাম্মদ শফিকুল ইসলাম কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান নেতাকর্মীরা।
এসময় জাতীয় কৃষক পার্টি ময়মনসিংহ জেলা শাখার সভাপতি রুবেল আলী এসডি রুবেল,সাধারণ সম্পাদক মোঃ নাদিম,সহ সভাপতি মোঃ শরিফুল ইসলাম শরীফ ,সহ সভাপতি মোঃ শরিফুল ইসলাম শফি,সহ সাধারণ সম্পাদক মোঃ রাসেল মিয়া,সহ সাধারণ সম্পাদক মোঃ আরিফ খান,সহ সাংগঠনিক সম্পাদক মোঃ বোরহান উদ্দিন সিজার,সহ সাংগঠনিক সম্পাদক মোঃ হারুনু রশীদ , প্রচার সম্পাদক মোঃ চাঁন মিয়া সরকার, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ জাকিরুল ইসলাম জাকির, পরিবার ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক সুলতান মিয়া,সদস্য জুয়েল মিয়া,মাসুম মিয়া, জেলা ও মহানগর শাখা জাতীয় কৃষক পার্টির অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এসময় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম সদর উপজেলা প্রশাসনকে স্বচ্ছ ও দুর্ণীতি মুক্ত পরিবেশে জনকল্যাণে জনগণের দোরগোড়ায় পৌছে দিতে সকলের সার্বিক সহযোগিতা প্রত্যাশা করেন।