রাজশাহী জেলায় তৃতীয়বারের মত জেলার শ্রেষ্ট ওসি মো . সাজ্জাদ হোসেন নির্বাচিত হয়েছেন।
সোমবার (১৬ মে ২০২২) জেলা পুলিশ লাইনের ড্রিল সেডে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় শ্রেষ্ট ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে নির্বাচিত হন। এ সময় তাঁর হাতে সন্মাননা সনদ ও নগদ অর্থ তুলে দেন রাজশাহী জেলা পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন বিপিএম (বার)।
এবার দিয়ে তৃতীয়বার রাজশাহী জেলার শ্রেষ্ট ওসি নির্বাচিত হয়েছেন তিনি। এর আগে গত ২২ ডিসেম্বর ২০২১ ইং ও ২৭ সেপ্টেম্বর২০২১ইং তারিখে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় শ্রেষ্ট ওসি হিসেবে নির্বাচিত হয়েছেন। পেয়েছেন সন্মাননা সনদ ও নগদ অর্থও।
মাদকদ্রব্য উদ্ধার, গ্রেপ্তারী পরোয়ানা তামিল ও থানার দুইটি পৌরসভা ও সাতটি ইউনিয়নের সার্বিক আইন-শৃঙ্খলা ও নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় শ্রেষ্ঠ কর্মকর্তা হিসেবে নির্বাচিত করা হয়। ২০২১ ইং সালের ৪ জুলাই বাঘা থানায় ওসি হিসেবে যোগদান করেন তিনি ।
স্থানীয়রা জানান, যোগদানের পর থেকে আইনশৃংখলা পরিস্থিতি রক্ষাসহ টাকা বিহীন জিডি ও মামলার তদন্ত কাজেও ভ’মিকা রাখছেন ওসি সাজ্জাদ হোসেন।