নড়াইলে সদর উপজেলা ভূমি অফিসে (১৮-১৯ মে) দুইদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে কর্মশালার শুভ উদ্ভোদন করেন নড়াইলের সুযোগ্য জেলা প্রশাসক জনাব মোহাম্মদ হাবিবুর রহমান।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে নামজারি বা মিউটেশন দ্রুততম সময়ে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা দেন।
প্রশিক্ষণটি স্থানীয় সরকার বিভাগ ও জাইকার সহযোগিতায় বাস্তবায়িত হচ্ছে।
এতে অংশগ্রহণ করেন ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা, অফিস সহায়ক ও ইউপি সচিবগণ। এসময় আরও উপস্থিত ছিলেন নড়াইল সদর উপজেলার ইউ এন ও জনাব সাদিয়া ইসলাম, সহকারী কমিশনার(ভূমি) জনাব রুহুল কুদ্দুস ও আর ডি সি জনাব মোঃ আনিসুর রহমান।