বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে বাংলার মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে যায়যায়দিন পত্রিকা। ১৯৮৪ সালে প্রকাশিত পত্রিকাটি প্রথমে সাপ্তাহিক, পরবর্তিতে দৈনিক হিসাবে যায়যায়দিন পত্রিকাটি তার প্রকাশনা অব্যাহত রেখেছে। বর্তমানে পাঠক প্রিয় মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী জাতীয় দৈনিক হিসাবে যায়যায়দিন পত্রিকাটির ভারপ্রাপ্ত সম্পাদক কাজী
রুকুনউদ্দীন আহমেদ এর সম্পাদনায় এদেশের মুক্তিযুদ্ধ, কৃষ্টি-কালচার, ইতিহাস-ঐতিহ্য, খেলা-ধুলা, সম্ভাবনা, উন্নয়ন, অর্থনীতি, শিক্ষা, কৃষি, বিজ্ঞান, তথ্য-প্রযুক্তি, নারী নির্যাতন প্রতিরোধ, সন্ত্রাস, দূর্নীতি, জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে ক্ষুরধার লেখনীর মাধ্যমে এদেশের স্বাধীনতা মাটি ও মানুষের অধিকারে কথা তুলে ধরার কারনে এখনো পাঠকের মন জয় করে চলেছে দৈনিক যায়যায়দিন পত্রিকা।
সোমবার সকালে পাইকগাছা প্রেসক্লাব মিলোনয়তনে দৈনিক যায়যায়দিন পত্রিকার প্রতিনিধি এস এম আলাউদ্দিন সোহাগের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম, উপজেলা সহকারী কমিশনার ভূমি শাহরিয়ার হক, পৌর প্যানেল মেয়র মাহবুবর রহমান রঞ্জু, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, অধ্যক্ষ মিহির বরুণ মন্ডল, সাবেক সহকারী অধ্যাপক রমেন্দ্র নাথ সরকার, সাবেক প্রধান শিক্ষক হরে কৃষ্ণ দাশ, শুকুরুজ্জামান, নিজাম উদ্দিন, কাউন্সিলর গফফর মোড়ল, প্রেস ক্লাবের সহ-সভাপতি সাংবাদিক তৃপ্তি রঞ্জন সেন, মোঃ আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দীন আহম্মেদ, সাংবাদিক এন ইসলাম সাগর, জি এম মিজান, স্নেহেন্দু বিকাশ, প্রমথ সানা, বিভাসিন্ধু সরকার, আলাউদ্দিন রাজা, বজলুর রহমান, এফ এম বদিউজ্জামান, আসাদুল ইসলাম,পূর্ণ চন্দ্র মন্ডল, কৃষ্ণ রায়, এইচ এম হাসেম, শেখ নাদির, শাহরিয়ার কবির প্রমুখ।