“”উদ্বিগ্ন মন””
কলমেঃ সুলতানা রাজিয়া (সান্ধ্য কবি)
সময়ঃ বিকেল ৫ঘটিকা।
উদ্বিগ্ন এ মনে মূর্ত প্রকাশ
অন্তরের সূগভীর চেতনার উচ্ছ্বাস।
জীবন সমস্যা তো আবহমান কাল,
দূর হবে কালের আবর্তনে ; এ দগ্ধ মশাল।
দিগন্ত থেকে দিগন্ত পর্যন্ত ;
বাতাশ কলুষিত করেছে মোরে,
কবে মন্দ্রিত হবে; বাজবে বিজয় শঙ্খর; হৃদয় অন্তরে।
কবে শুনাবো জীবনের ঝলমল গল্প
গড়ে উঠার সমূহ সুযোগ,
সুন্দর না হলেও মোটামোটি স্বার্থক;
স্বাচ্ছন্দ নিয়ে প্রশ্ন জাগায় সেই উপভোগ।
আকাশে -বাতাশে ধ্বনিবে কবে ধূম কেতুর অগ্নিনিশ্বান,
জীবন তো একটি গল্প;
খুঁজছি একটি আলোকিত পথের সন্ধান।