১১ জুন আজ শনিবার, সকাল সাড়ে আটটায় ময়মনসিংহের নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সেবাদানকারী সকলের সমন্বয়ে হসপিটাল ক্লিন ডে পালিত হয়।এ কার্যক্রমের মূল উদ্দেশ্য হল মানসম্মত স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান গড়ে তোলার লক্ষে সাধারণ ও মেডিকেল বর্জ্য বিজ্ঞানভিত্তিক সংগ্রহ ও পরিশোধন করার ব্যাপারে জনগণের মধ্যে সচেতনতা তৈরী করা।।
এই কর্মসূচি ময়মনসিংহ বিভাগের সকল স্বাস্থ্য প্রতিষ্ঠানে প্রতিমাসের প্রথম শনিবার পালন করার নির্দেশনা প্রদান করেছেন পরিচালক স্বাস্থ্য ময়মনসিংহ বিভাগ ডাঃ মোঃ শাহ আলম।।
উল্লেখ্য যে, প্রথম সপ্তাহে করতে না পারলেও দ্বিতীয় শনিবার নান্দাইলে সর্বপ্রথম এই কর্মসূচি চালু হয়।।
উক্ত কর্মসূচি পালনে উদ্যোগ গ্রহন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মাহমুদুর রশিদ।
এ সময় আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ আকাইদ,মেডিসিন কনসালটেন্ট ডাঃ মোঃ শফিকুল ইসলাম মিলন, চিকিৎসক গণ, স্যানিটারী ইন্সপেক্টর মোঃ মিজানুর রহমান,ইমার্জেন্সী ইনচার্জ মোঃ কামরুজ্জামান, সিস্টার ইনচার্জ হোসনে আরা, এমটি ইপিআই মোঃ আসাদুজ্জামান সহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা -কর্মচারীগণ উপস্থিত ছিলেন।।