ময়মনসিংহ সদরে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়নে উঠান বৈঠক অনুষ্ঠিত
ময়মনসিংহ সদরে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প (২য় পর্যায়)’র উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে খাগডহর ইউনিয়নের ১ নং ওয়ার্ড কালিকাপুর গ্রামের মাহমুদুল হাসন সুমন মেম্বারের বাড়ির উঠানে ওই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম । জাতীয় মহিলা সংস্থার সভাপতির সভাপতিত্বে ওই অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সমাজ সেবা অফিসার মাকসুদা আক্তার,
ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান-২ একরামুল হক । সুমন মেম্বারের সঞ্চালনায় উঠান বৈঠকে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা।
এসময় উপজেলা নির্বাহী অফিসার শফিকুল ইসলাম বলেন-জাতীয় মহিলা সংস্থার পক্ষ থেকে এপ্রিল-২০১৭ হতে মার্চ ২০২২ মেয়াদে ৫৪৪৯০.৭৪ লক্ষ টাকা প্রাক্কলিত ব্যয়ে তথ্য আপাঃ ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প (২য় পর্যায়) গ্রহণ করা হয়েছে। প্রকল্পের উদ্দেশ্য ১ কোটি গ্রামীণ সুবিধাবঞ্চিত মহিলাদের তথ্য প্রযুক্তিতে প্রবেশাধিকার এবং তথ্য প্রযুক্তি ভিত্তিক সেবা প্রদানের মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন নিশ্চিত করা। প্রকল্পের অধীনে বিভিন্ন ইউনিয়নে চলমান অর্থ বছরে আর্থিক বরাদ্দ রয়েছে। তিনি প্রকল্পকে সঠিকভাবে বাস্তবায়নের মাধ্যমে গ্রামীণ সুবিধাবঞ্চিত মহিলাদের তথ্য প্রযুক্তিতে প্রবেশাধিকার এবং তথ্য প্রযুক্তি ভিত্তিক সেবা প্রদানের মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রকল্পে আওতাধীন কর্মকর্তাদের প্রতি আহবান জানান।
ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান-২ একরামুল হক তার বক্তব্যে-শত ব্যস্ততার মাঝে মূল্যবান সময় দিয়ে অনুষ্ঠানকে সফল করায় উপজেলা নির্বাহী অফিসার ও উপস্থিত সকল অতিথি ও সদস্যবৃন্দের প্রতি ধন্যবাদ জানান।