গাজীপুরের কাপাসিয়ার প্রত্যন্ত পল্লী গ্রামের দুই কৃতিসন্তান দেশের ইতিহাসে প্রথম কোনো স্বামী-স্ত্রী দুজনই শিক্ষকতা পেশার সর্বোচ্চ সম্মানজনক পদ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন। ড. মো. হযরত আলী ও ড. হাফিজা খাতুন দম্পতি সম্প্রতি মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক উপাচার্য পদে নিয়োগ পাওয়ার খবরে আনন্দে ভাসছে এলাকায় । গতকাল বৃহস্পতিবার বিকালে এই দম্পত্তির গ্রামের বাড়ি কাপাসিয়ার সনমানিয়ায় ডাঃ আব্দুল আজিজ উচ্চ বিদ্যালয় মাঠে বিভিন্ন শ্রেণি পেশার সহ¯্রাধিক মানুষ তাদেরকে সংবর্ধনা দিয়েছেন।
জানা যায়, সম্প্রতি বেসরকারি বিশ্ববিদ্যালয় ‘ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ’র উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. মো. হযরত আলী এবং তার স্ত্রী অধ্যাপক ড. হাফিজা খাতুন ‘পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে’র উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছেন। স্বামী-স্ত্রী দুজনই উপাচার্য হওয়ায় দেশের ইতিহাসে প্রথম উপাচার্য দম্পতি হিসেবে তারা পরিচিতি পেয়েছেন।
সনমানিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ¦ শাহাদাত হোসেন মাষ্টারের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে অন্যদের মাঝে বক্তব্য দেন শিল্প মন্ত্রণালয়ের উপ-সচিব ড. মো. সাইফুল ইসলাম, ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার মঞ্জুরুল হক মুকুল, সাবেক ব্যাংকার আব্দুল আউয়াল, উপজেলা আওয়ামীলীগ সদস্য আব্দুল হক, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কামাল হোসেন হান্নান, ডাঃ আব্দুল আজিজ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামরুল ইসলাম প্রমুখ। এ সময় উপাচার্য দম্পতি তাদের বক্তব্যে এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষার্থীদেরকে সফল ও সুন্দর জীবন গড়ে তুলতে বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
এফ এম কামাল হোসেন
কাপাসিয়া-১৬.০৬.২০২২