রংপুরের পীরগাছা উপজেলার বিভিন্ন ইউনিয়নের ২০ জন প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা পরিষদ চত্ত¡রে প্রধান অতিথি হিসেবে এসব হুইল চেয়ার বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান শাহ মাহবুবার রহমান।
উপজেলা পরিষদের ২০২১-২০২২ অর্থ বছরের এডিপি প্রকল্পের আওতায় ২ লাখ টাকা ব্যয়ে ২০ জন প্রতিবন্ধী নারী ও পুরুষের মাঝে এসব হুইল চেয়ার বিতরণ করা হয়। এসময় উপজেলা মৎস্য কর্মকর্তা হাকিবুর রহমান, পীরগাছা প্রেসক্লাবের সভাপতি তোজাম্মেল হক মুন্সি, সাধারন সম্পাদক তাজরুল ইসলাম, পীরগাছা সদর ইউনিয়ন জাতীয় পাটির সাধারন সম্পাদক লুৎফর রহমান, অন্নদানগর ইউনিয়ন জাতীয় পাটির সভাপতি আব্দুল লতিফ, ইউপি সদস্য সাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। হুইল চেয়ার নিতে আসা প্রতিবন্ধীরা এসময় খুশিতে আত্মহারা হয়ে পড়েন এবং উপজেলা চেয়ারম্যানের জন্য আল্লাহর নিকট দোয়া প্রার্থনা করেন।