গাজীপুরের কাপাসিয়া-টোক-কিশোরগঞ্জ সড়কের বড়হর বাজার এলাকায় ২২ জুন বুধবার দুপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক মোটর সাইকেল চালক নিহত হয়েছেন। গুরুতর আহত অপর মোটরসাইকেল চালককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।
থানা পুলিশ জানায়, বুধবার দুপুরে উপজেলার রায়েদ ইউনিয়নের বড়হর এলাকায় ওই সড়কে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় দুটি মোটরসাইকেল চালকই গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মোঃ সিরাজউদ্দিনের (৪০) মৃত্যু হয়। তিনি উপজেলার বারিষাব ইউনিয়নের ডাওরা গ্রামের আবুল হাসেমের ছেলে। এ সময় গুরুতর আহত ওয়ালিদ হোসেনকে (২৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
কাপাসিয়া থানার ওসি এএফএম নাসিম জানান, এ বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।