গাজীপুরের কাপাসিয়া উপজেলা সদরের বরুন গ্রামে ২২ জুন বুধবার সন্ধ্যায় এক বছর বয়সী শিশুকন্যা মোসা. মায়মুনা বাড়ির পাশে ডোবায় পড়ে মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের মোঃ আমিরুল ইসলামের কন্যা। সে কিছু দিন যাবৎ হামাগুড়ি দিয়ে এদিক সেদিক যাতায়াৎ শুরু করেছিল।
পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় মায়মুনা বাড়ির লোকজনের অগোচরে হামাগুড়ি দিয়ে বাড়ির পিছনের একটি ডোবায় পড়ে তলিয়ে যায়। এ সময় তার স্বজনরা অনেক খোঁজাখুঁজি করে তাকে মৃত অবস্থায় ডোবা থেকে উদ্ধার করেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মায়মুনা ছাড়াও আমিরুল ইসলামের আরো দুটি কন্যা রয়েছে। আমিরুল কাপাসিয়া বাজারের মৌসুমী বস্ত্রালয়ে কাপড় তৈরীর কাজ করেন।