কিশোরগঞ্জ শহরের বত্রিশ এলাকায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে সেতু বনিক (৩৪) নামে ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিংয়ের ম্যানেজার আহত হয়েছেন। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। আটক হওয়া যুবকের নাম শাহীন আলম। সে সদর উপজেলার মহিনন্দ এলাকার বাসিন্দা আবদুল হেলিমের ছেলে।গত ২১.০৬.২০২২ইং রাত সোয়া আটটার দিকে শহরের বত্রিশ এলাকার জেলা সরণীর মোড়ে এ ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হোন এজেন্ট ব্যাংকের পরিচালক।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত সোয়া আটটার দিকে ব্যাংকের হিসেব ক্লোজ করে বাসায় ফিরছিলেন সেতু। এ সময় পাশেই একটি ভবনের গলিতে ওঁত পেতে থাকা সন্ত্রাসীরা তার ওপর হামলা করে। সেতু বণিকের হাতে থাকা ব্যাগটি কেড়ে নেয়ার চেষ্টা করে। এ সময় তাদেরকে বাধা দিলে সন্ত্রাসীরা তাকে এলোপাতাড়ি কোপাতে থাকে। পরে স্থানীয়রা এগিয়ে গেলে পালিয়ে যায় হামলাকারীরা।পরে সেতুকে গুরুতর আহত অবস্থায় সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
তিনি আরও বলেন, সেতুর অবস্থা আশঙ্কাজনক। তার মাথা,পিঠ,কোমরসহ বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। বর্তমানে ঢাকা স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ঘটনায় শাহীন নামে একজনকে আটক করা হয়েছে। তার সঙ্গে আর কে কে জড়িত আছে এ বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
তিনি আরও জানান, এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।