কেন্দুয়ায় বন্যার পানিতে ভেসে গিয়েছে পুকুরের মাছ, ক্ষতির মুখে হাজারের উপরে মৎস্য চাষি
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর টানা বৃষ্টিতে বন্যা পরিস্থিতি তৈরি হওয়ায় নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলা মৎস্য অফিসের তথ্য মতে ২২শত ৩৫ টি পুকুর ও মৎস্য খামার তলিয়ে গিয়েছে। ফলে পানির সাথে বেরিয়ে গেছে মাছ ও পোনা।
এতে করে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ২ হাজার ২শ ৩৫টি পুকুর ও মৎস্য খামার ক্ষয়ক্ষতি হয়েছে।
এতে ১৮৫.১৩ হেক্টর জমিতে স্থাপন করা মৎস্য খামারে ১ হাজার ১শ ৬০ জন মৎস্য চাষি ক্ষতিগ্রস্থ হয়েছেন।
বিভিন্ন জাতের বড় মাছ ১ কোটি ১৫ লক্ষ টাকা এবং ১৪ লাখ ৭৭ হাজার টাকার পোনা মাছ বন্যার পানিতে পুকুর ও মৎস্য খামার তলিয়ে ভেসে গিয়ে ক্ষয়ক্ষতি হয়েছে চাষিরা।
এছাড়াও মৎস্য চাষিদের অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে ৬ লক্ষ টাকার উপরে।
কেন্দুয়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আজহারুল আলম জানান, এই তালিকায় উপজেলার নিচু এলাকার ইউনিয়ন গুলির পুকুর ও মৎস্য খামার মালিকগন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা তালিকা তৈয়ার করেছি, তালিকা উদ্ধর্তন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।
ক্ষতিগ্রস্ত মৎস্যচাষি উপজেলার নওপাড়া ইউনিয়নের কাউরাট গ্রামের মো. সাজ্জাত হোসেন, মো.জাহাঙ্গীর মিয়া, নামের দুই মৎস্য খামার মালিক জানান,তাদের ১শত ৭০ শতাংশ জমি খনন করে শিং ও দেশীয় মাছ চাষ করেছিল।
যা বন্যার পানিতে তলিয়ে যাওয়ায় তাদের প্রায় ৩০ লাখ টাকার মাছ ভেসে গিয়েছে। তাদের মত আরো অনেক চাষির একই অবস্থা ও ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাই তারা সরকারের সহযোগিতা কামনা করেছেন।