কলমাকান্দায় আল-আরাফা ইসলামী ব্যাংকের ত্রাণ সহায়তা
কয়েকদিনের টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের ফলে নেত্রকোণার কয়েকটি উপজেলায় সৃষ্টি বন্যায় কলমাকান্দায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণের মাধ্যমে সাহায্যের হাত বাড়িয়ে দেয় আল-আরাফা ইসলামী ব্যাংক।
রোববার (২৬ জুন) উপজেলার বড়খাপন ইউনিয়নের বাঘসাত্রা গ্রামের বন্যায় সীমাহীন দুর্ভোগের শিকার মানুষের মধ্যে চাল, ডাল, আলু, মরিচ, লবণ, চিনি, বোতলজাত বিশুদ্ধ পানি, মুড়ি, বিস্কুট, খাবার স্যালাইনসহ দৈনন্দিন প্রয়োজনীয় অন্তত ১৬ পদের দ্রব্যাদি বস্তা জাত করে পৌঁছে দিয়েছে মানুষের দুয়ারে দুয়ারে।
এসময় উপস্থিত ছিলেন, আল আরাফাহ ইসলামী ব্যাংকের বগুড়া জোন প্রধান এ এন এম মুফীদুল ইসলাম, আল-আরাফা ইসলামী ব্যাংকের নেত্রকোনা জেলা শাখার ম্যানেজার ফজলুল বারী মাসুদ, পূর্বধলা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাসুম মোস্তফা, বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা আবুল হাসিম, স্থানীয় শিক্ষক মোঃ ইসলাম উদ্দিন বিএসসিসহ অনেকেই।
ব্যাংক কর্মকর্তা ফজলুল বারী জানান, সাধ্য অনুযায়ী নেত্রকোণা জেলার বন্যা কবলিত প্রত্যেক উপজেলায় বানভাসি মানুষের পাশে থাকার চেষ্টা করছে আল-আরাফা ইসলামী ব্যাংক। ভবিষ্যতেও আমরা চেষ্টা করব একটি আদর্শিক সমাজ বিনির্মানে বিপদে আপদে প্রকৃত হাজতগ্রস্তদের পাশে সহযোগিতার হাত বাড়াতে।